
ঢাকাঃ রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে ৯ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৮ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।
আগুনে দগ্ধ আটজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মো. সোহেল সরদার (৩৭), মো. মামুন (৩৫) ও মো. সুরুজ্জামান।
এর আগে এদিন বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।
আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ডেস্ক নিউজ 















