তেলবাজ
কবি মোঃ শামীম হোসেন
তিলে তৈল হয় শুনেছি, বলেছিলো গুণীজন।
বর্তমানে তেল না মারতে পারলে হয়না প্রমোশন।
সরকারি, বেসরকারি হোক না সেটা আধা সরকারি চাকরি,
তেল ছাড়া প্রমোশনের হয়না কারবারী।
তেলমারা না শিখে কি করিলাম জীবনে,
যাহা করিয়াছি অর্জন সব গেছে বিফলে।
কাজ করুক আর না করুক যদি তেল মারতে পারো,
হাত ছাড়া হবেনা প্রমোশন আর একবার ও ।
তেলের যে এত দাম আগে যদি জানতাম,
পড়ালেখা না করে তেল মারাই শিখতাম।
নিজেকে ব্যক্তি হিসাবে তুমি যতই মনে করো যোগ্য,
তেলবাজের স্বভাব তোমাকে প্রমাণ করবে অযোগ্য।
****সমাপ্তি***
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho