১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচনী আচরণবিধিমালা – ২০২৫ প্রকাশ

 

জবিঃ বহু প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫ সামনে রেখে ‘জকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বিধিমালায় মাদকাসক্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই এবং ফৌজদারী অপরাধে শাস্তিপ্রাপ্তদের প্রার্থিতা ও ভোটাধিকার বাতিলের মতো কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে সভা-সমাবেশ, মিছিল ও পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

কঠোরতা প্রার্থীতা ও ভোটাধিকার নিয়ে;
বিধিমালা অনুযায়ী, প্রার্থীর যোগ্যতা নির্ধারণে নির্বাচন কমিশন বেশ কিছু কঠোর মানদণ্ড অনুসরণ করবে:
ডোপ টেস্ট ও মাদকাসক্তি: কমিশনের নির্দেশে প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তি পরীক্ষা করা হবে। ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে বা পরীক্ষায় অনুপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
ফৌজদারী ও অন্যান্য অপরাধ: ফৌজদারী, আর্থিক, যৌন নিপীড়ন বা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী কোনো অপরাধে আদালতে শাস্তিপ্রাপ্ত (Convicted) হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভোটাধিকার হারাবেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। বিশেষ করে, যৌননিপীড়ন সংক্রান্ত অপরাধে শাস্তিপ্রাপ্ত হলে তিনি চিরতরে প্রার্থী হওয়ার অযোগ্য থাকবেন।
খরচের সীমা: হল সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা ব্যয় করা যাবে। অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।

প্রচারণায় নিষেধাজ্ঞা: পোস্টার ও মিছিল নিষিদ্ধ;
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী প্রচারণায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে:
পোস্টার-ব্যানার নিষিদ্ধ: নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র হ্যান্ডবিল বা প্রচারপত্র ব্যবহার করা যাবে। কোনো ধরনের পোস্টার, ব্যানার, ডিজিটাল ডিসপ্লে বা দেয়াল লিখন করা যাবে না।
ছবি ব্যবহারের নিয়ম: প্রার্থীরা কেবল তাদের নিজের ছবি ব্যবহার করতে পারবেন (সর্বোচ্চ 3” × 5” সাইজের)। কোনো অনুষ্ঠান, মিছিল বা প্রার্থনারত ভঙ্গিমার ছবি প্রচারপত্রে ছাপানো যাবে না।
AI ব্যবহারে বারণ: নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সভা-মিছিল নিষিদ্ধ: ক্যাম্পাসে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল করা যাবে না। কমিশনের অনুমতি ছাড়া ২৫ জনের অধিক একসাথে জমায়েত হওয়া নিষিদ্ধ। মাইক বা লাউডস্পীকার ব্যবহার করা যাবে না।

বহিরাগত ও কর্মকর্তা নিষিদ্ধ: নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।
অস্ত্র বহন: কমিশন কর্তৃক অনুমোদিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসের মধ্যে অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবেন না।বিধিমালা লঙ্ঘিত হলে কমিশন প্রার্থীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। সন্তোষজনক জবাব না হলে প্রার্থিতা বাতিল করাসহ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

নির্বাচন কমিশন গঠন; জকসু নির্বাচন ২০২৫ পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মোস্তফা হাসান।

Tag :
About Author Information

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অঝোরে কেঁদেছেন নাসিকের সাবেক কাউন্সিলর মতি

জকসু নির্বাচনী আচরণবিধিমালা – ২০২৫ প্রকাশ

প্রকাশের সময়ঃ ১০:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

 

জবিঃ বহু প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫ সামনে রেখে ‘জকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বিধিমালায় মাদকাসক্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই এবং ফৌজদারী অপরাধে শাস্তিপ্রাপ্তদের প্রার্থিতা ও ভোটাধিকার বাতিলের মতো কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে সভা-সমাবেশ, মিছিল ও পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

কঠোরতা প্রার্থীতা ও ভোটাধিকার নিয়ে;
বিধিমালা অনুযায়ী, প্রার্থীর যোগ্যতা নির্ধারণে নির্বাচন কমিশন বেশ কিছু কঠোর মানদণ্ড অনুসরণ করবে:
ডোপ টেস্ট ও মাদকাসক্তি: কমিশনের নির্দেশে প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তি পরীক্ষা করা হবে। ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে বা পরীক্ষায় অনুপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
ফৌজদারী ও অন্যান্য অপরাধ: ফৌজদারী, আর্থিক, যৌন নিপীড়ন বা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী কোনো অপরাধে আদালতে শাস্তিপ্রাপ্ত (Convicted) হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভোটাধিকার হারাবেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। বিশেষ করে, যৌননিপীড়ন সংক্রান্ত অপরাধে শাস্তিপ্রাপ্ত হলে তিনি চিরতরে প্রার্থী হওয়ার অযোগ্য থাকবেন।
খরচের সীমা: হল সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা ব্যয় করা যাবে। অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।

প্রচারণায় নিষেধাজ্ঞা: পোস্টার ও মিছিল নিষিদ্ধ;
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী প্রচারণায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে:
পোস্টার-ব্যানার নিষিদ্ধ: নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র হ্যান্ডবিল বা প্রচারপত্র ব্যবহার করা যাবে। কোনো ধরনের পোস্টার, ব্যানার, ডিজিটাল ডিসপ্লে বা দেয়াল লিখন করা যাবে না।
ছবি ব্যবহারের নিয়ম: প্রার্থীরা কেবল তাদের নিজের ছবি ব্যবহার করতে পারবেন (সর্বোচ্চ 3” × 5” সাইজের)। কোনো অনুষ্ঠান, মিছিল বা প্রার্থনারত ভঙ্গিমার ছবি প্রচারপত্রে ছাপানো যাবে না।
AI ব্যবহারে বারণ: নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সভা-মিছিল নিষিদ্ধ: ক্যাম্পাসে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল করা যাবে না। কমিশনের অনুমতি ছাড়া ২৫ জনের অধিক একসাথে জমায়েত হওয়া নিষিদ্ধ। মাইক বা লাউডস্পীকার ব্যবহার করা যাবে না।

বহিরাগত ও কর্মকর্তা নিষিদ্ধ: নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।
অস্ত্র বহন: কমিশন কর্তৃক অনুমোদিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসের মধ্যে অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবেন না।বিধিমালা লঙ্ঘিত হলে কমিশন প্রার্থীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। সন্তোষজনক জবাব না হলে প্রার্থিতা বাতিল করাসহ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

নির্বাচন কমিশন গঠন; জকসু নির্বাচন ২০২৫ পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মোস্তফা হাসান।