
সাতক্ষীরাঃ বিশেষ সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় অবস্থিত ইডা সংস্থা’র উদ্যোগে স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হযেছে।
১৮ অক্টোবর (শনিবার) বেলা ১১ টায় ইডা সংস্থার প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও ইডা সংস্থার বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় দু:স্থদের মাঝে বিনামূল্যে সেমিপাকা ল্যট্রিন বিতরন প্রকল্পের উপকারভোগীদের স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
প্রধান অতিথি ইডা সংস্থা’র গৃহীত সকল প্রকল্পের জন্য সংস্থার নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এ ধরনের সকল কাজের বাস্তবায়নে উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
ইডার নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইডা সংস্থার সভাপতি ও কাজী আলাউদ্দীন কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য মোছাঃ আম্বিয়া বেগম, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আরিজুল ইসলাম প্রমুখ।
স্যানিটেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইডা সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী মোস্তাফিজ কামাল। তিনি বলেন, ইতোমধ্যে বিএনএফ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় দু:স্থদের মাঝে বিনামূল্যে ৩২ জনকে ভ্যান প্রদান, ১৬ জনকে সেমিপাকা ল্যাট্রিন নির্মাণে সহযোগিতা, ৮ জনকে গরু প্রদান ছাড়াও বাড়ির আঙিনায় সবজি চাষ, কম্পোষ্ট সার ব্যবহার বিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ৩০ জন সুধী ও ১৫ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল পূর্ব নলতা গ্রামের উপকারভোগী হালিমা খাতুন ও জাহানারা বেগমের সেমিপাকা ল্যাট্রিন পরিদর্শন করেন এবং ইডা সংস্থার সার্বিক কাজের প্রশংসা করেন।
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 









