
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের চরাঞ্চল যমুনা বাজার এলাকায় গতকাল শনিবার (০৯ নভেম্বর ২০২৫) আয়োজন করা হয় “আব্দুল মোতালেব মোল্লা স্মরণে ফ্রি মেডিকেল সেন্টার”–এর মাসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। দিনব্যাপী এ সেবায় প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
চরাঞ্চলের সাধারণ মানুষের কাছে এই উদ্যোগটি মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। দূরবর্তী এলাকার বহু অসহায় মানুষ চিকিৎসা সেবা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
মানবিক সংগঠন “শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন” কার্যক্রমটি সফল করতে মূল ভূমিকায় ছিল। সংগঠনের মহাসচিব ও মানবতার ফেরিওয়ালা খ্যাত মোজাম্মেল হোসেন মোল্লা সংগঠনের সকল সম্মানিত সদস্য, আজীবন দাতা সদস্য এবং সহযোগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সমাজের গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত স্বেচ্ছাসেবক, চিকিৎসক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়, যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সেবাদান নিশ্চিত করেছেন।
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ও মদিনাতুল উলুম আব্দুল মোতালেব মোল্লা মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মহিদুল ইসলামও এ মহৎ আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মো. চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টার 


















