সাতক্ষীরাঃ বৃহস্পতিবার সকাল-১১ ঘটিকার সময় কালীগজ্ঞ প্রেস ক্লাবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনকেশন ((BNNRC) এর উদ্যোগে, সুইজারল্যান্ড দুতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) এর অর্থায়নে, GFA Consulting Group এর কারিগরি সহায়তায়, নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এর (CEF) কর্ম সূচির অংশ হিসেবে অগ্রগতি সংস্থার বাস্তবায়নে ”স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রোমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট” - প্রকল্পের আওতায় “আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস-২০২৫” উৎযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ শাকিল আহমেদ। সভার সভাপতিত্ব করেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইফুল বারী সফু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি জনাবআক্তারুর রহমান মুকুল (প্রশিক্ষক)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সুকুমার দাশ বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫-এ আমাদের অঙ্গীকার হোক — ডিজিটাল অন্তর্ভুক্তি যেন হয় নিরাপদ, ন্যায়সঙ্গত ও নারী-বান্ধব। আমাদের দেশের গ্রামীণ নারীরা শুধু টেকসই উন্নয়নের সহযাত্রী নন, বরং ডিজিটাল সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই প্রযুক্তির প্রতিটি ধাপে নারীর সুরক্ষা, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করাই হবে এই দিবসের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
সভায় আরও আলোচনা করা হয়— প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) কী, এর ধরন ও প্রভাব, প্রতিরোধ ও প্রশমনে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা, পারিবারিক ভূমিকা, সরকারি বিভিন্ন উদ্যোগ, হটলাইন ও অ্যাপস, এবং আইনি সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কালীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১২ জন বিশিষ্ঠ ব্যক্তিকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সভাটি ফ্যাসিলিটেট করেন অগ্রগতি সংস্থার প্রকল্প ফোকাল পার্সন এস. এম. রায়হানুল ফেরদাউস এবং প্রোগ্রাম অফিসার আবির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন — শেখ আনোয়ার হোসেন, হাফিজুর রহমান শিমুল, আহমাদুল্লাহ বাচ্চু, শিমুল হোসেন, শেখ আরিফুজ্জামান রাজু, রেদওয়ান ফেরদৌস রনি, মোঃ জামাল উদ্দিন, মোঃ শের আলি, সুমন্ত কুমার ঘোষ, মাসুম বিল্লাহ, সমির এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অবদান রাখা বিশিষ্ঠ ব্যক্তিগণ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho