শেরপুরঃ শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে ওইসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ।
শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন দুলাল।
শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এসএম সোহান।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন শাজাহান আকন্দ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।
কমিটি ঘোষনা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি সহ শ্রীবরদী, ঝিনাইগাতী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho