লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি তুলে ধরেন সাংবাদিকরা। সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে নিরলসভাবে কাজ করে যাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন ইউএনও।
এসময় নবাগত ইউএনও মাসুদ রানা বলেন, এ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানি না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় অংশ নেন, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি নুর আলমগীর অনু, সহ-সভাপতি ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু,কোষাধ্যক্ষ এম এ রনি চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে এম কায়ছারুল আলম সোহাগ,তথ্য ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক শেখ রনদ সীমান্ত,সাংবাদিক আল আমিন,সাংবাদিক আব্দুল মালেক,সাংবাদিক তৌফিক,সাংবাদিক রুবেল উদ্দিন পাটোয়ারীসহ কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সকল সদস্য।
এর আগে তিনি সিলেট, বকশিগঞ্জ,ললিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। গত ২ নভেম্বর তিনি কালীগঞ্জ উপজেলায় যোগদান করেন। বিসিএসের ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho