
ঢাকাঃ আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্পের রাতভর অভিযান পরিচালনার মাধ্যমে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামগড়া আর্মি ক্যাম্প।
গ্রেপ্তারকৃত আসামি হলো,), আশুলিয়া মধ্য গাজীরচটের আজহার (৩২, একই এলাকায় রকিবুল (২৩), উত্তর গাজিরচটের কাওসার (২৪), মধ্য গাজীরচটের আফজাল (২৯), একই এলাকার জুঁই (২৬), ও আরিফুল ইসলাম (২৩)।
সূত্র জানায়, এলাকাবাসীর তথ্য প্রমানের ভিত্তিতে জানা যায়, ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল এবং অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে জখম করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে।
ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় চিন্তা কারীদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদকঃ 


















