মানিকগঞ্জঃ সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ" এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সভাটি অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর ইন্তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহযোগি সমন্বয়কারী জিল্লুর রহমান, জেলা কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন কচি, যুগ্ম সম্পাদক বিলকিস রেজা পরাগসহ অন্যান্যরা।
বক্তব্য শেষে সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর ইন্তাজ উদ্দিনকে সভাপতি এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত করে ২৯-সদস্যবিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়।
২৯-সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যন্যরা হলেনঃ সহ-সভাপতি- ইকবাল হোসেন কচি,গিয়াস উদ্দিন আহমেদ নান্নু ও বিলকিস রেজা পরাগ, যুগ্ম সম্পাদক-আকরাম হোসেন, ফিরোজা সরকার ও জাহিদুল হক চন্দন, সাংগঠনিক সম্পাদক-মশিউর রহমান শিমুল, অর্থ সম্পাদক- আব্দুল্লাহ আল মুরাদ সেলিম, দপ্তর সম্পাদক-হাসান শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সৌরভ মাহমুদ সোহাগ, আইন বিষয়ক সম্পাদক- সকিনা ইয়াসমিন জেবা, নারী ও শিচু উন্নয়ন বিষয়ক সম্পাদক- জেসিকা শেখ জেবা, সমাজ কল্যাণ সম্পাদক- জহিরুল ইসলাম তুষার, নির্বাহী সদস্য- কাবুল উদ্দিন খান, আবুল বাসার আব্বাসী, শাহীনুল ইসলাম তারেক, আব্দুল মোমিন, এবিএম কামরুদ্দিন আহমেদ রেজা, প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, মোজাম্মিল হোসেন হাবিবুল্লাহ, শাহাদত হোসেন সাঁইজি, আবু সালেহ সালেক, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, মাসুদুর রহমান, সেলিনা আক্তার ও মাসুদ রানা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho