১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮তলা থেকে পড়ে যুবকের মৃত্যু 

জাবিঃ ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত নির্মানাধীন ভবনের ৮তলা থেকে পড়ে ‘রাকিব’ (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটে।

‎শুক্রবার রাত ১১টার দিকে এই ঘটনার খবরটি সামনে আসে। এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎রাকিবের পিতা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে থাকে।

‎জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাকিব নির্মাণাধীন ভবনের ৮তলা থেকে ময়লা নিচে নামাতে যাচ্ছিল। এ সময়, ময়লার বস্তা দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বস্তাসহ নিচে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে

‎চিকিৎসার উদ্দেশ্যে প্রথমে ইসলামিয়া মেডিকেল হাসপাতালে নিয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার গুরুতরতা দেখে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর এনাম মেডিকেল কলেজের চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে।

‎ঘটনার রাতে মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর প্রশাসনের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তারা নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেছেন। সেইসাথে, ঘটনাটির তদন্ত করে নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার বিচার করার আহ্বান জানিয়েছেন।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তার মৃত্যুর সংবাদ অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা অবিলম্বে প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া, আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহতের পরিবারের দাফন-কাফনের জন্য দুই লাখ টাকা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে।,

‎সম্প্রতি, ১ আগস্ট জাবির উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবন সংলগ্ন লেকচার থিয়েটারের ৪র্থ তলা থেকে পড়ে ‘আরিফুল ইসলাম’ (৪০) নামের একজন শ্রমিকের মৃত্যু ঘটে।

Tag :
About Author Information

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অঝোরে কেঁদেছেন নাসিকের সাবেক কাউন্সিলর মতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮তলা থেকে পড়ে যুবকের মৃত্যু 

প্রকাশের সময়ঃ ০১:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

জাবিঃ ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত নির্মানাধীন ভবনের ৮তলা থেকে পড়ে ‘রাকিব’ (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটে।

‎শুক্রবার রাত ১১টার দিকে এই ঘটনার খবরটি সামনে আসে। এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎রাকিবের পিতা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে থাকে।

‎জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাকিব নির্মাণাধীন ভবনের ৮তলা থেকে ময়লা নিচে নামাতে যাচ্ছিল। এ সময়, ময়লার বস্তা দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বস্তাসহ নিচে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে

‎চিকিৎসার উদ্দেশ্যে প্রথমে ইসলামিয়া মেডিকেল হাসপাতালে নিয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার গুরুতরতা দেখে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর এনাম মেডিকেল কলেজের চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে।

‎ঘটনার রাতে মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর প্রশাসনের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তারা নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেছেন। সেইসাথে, ঘটনাটির তদন্ত করে নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার বিচার করার আহ্বান জানিয়েছেন।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তার মৃত্যুর সংবাদ অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা অবিলম্বে প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া, আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহতের পরিবারের দাফন-কাফনের জন্য দুই লাখ টাকা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে।,

‎সম্প্রতি, ১ আগস্ট জাবির উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবন সংলগ্ন লেকচার থিয়েটারের ৪র্থ তলা থেকে পড়ে ‘আরিফুল ইসলাম’ (৪০) নামের একজন শ্রমিকের মৃত্যু ঘটে।