শেরপুরঃ শেরপুরে সড়ক দুর্ঘটনায় জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মোঃ লিখন মিয়ার তিন বছরের মেয়ে আয়রা মনি (৩) মারা গেছে।
শুক্রবার দুপরে শেরপুর পৌরসভার নওহাটা খোয়ারপাড়- জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশুকন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনিমালা শহরের বিসিক সংলগ্ন নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। ওইসময় তাঁর অজান্তে শিশু কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তার পাশে চলে গেলে বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি।
পরে এলাকাবাসী শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho