
শেরপুরঃ বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন ৭ নভেম্বর — জাতীয় বিপ্লব ও সংহতি দিবস— উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে।
শুক্রবার বিকালে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে গিয়ে শেষ হয়।
এই বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তার নেতৃত্বে হাজারো নেতা-কর্মী দলীয় পতাকায় মেতে ওঠেন এই ঐতিহাসিক দিবস উদযাপনে।
এরআগে শেরপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন।
পরে র্যালি শেষে থানামোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
এছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবি এম মামুনুর রশিদ পলাশ, সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম আহবায়ক শফিউল আলম চাঁন, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সদস্য সচিব মো. জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধিঃ 















