
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর দুপুরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে রফিকুল ইসলাম মন্টু, মহিউদ্দিন আহমেদ লাল্টু ও তাসকিন আহমেদ শাওন প্রমুখ।
সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিদেশ যাওয়ায় উক্ত পদ শূন্যে হওয়ায় কারণে সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উক্ত ৩ পদে মনোনিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক পদে, যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে এবং মোঃ মুজাহিদ বিন ফিরোজকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho