
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড কর্তৃক আর্থিক সহায়তা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা ও বীমা সুবিধার চেক বিতরণ করা হয়েছে ।
সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অফ রেমিট্যান্স শীর্ষক প্রকল্পের নলেজ শেয়ারিং এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ৩৯ জনকে মোট ৩ কোটি ৯ লাখ ৭২ হাজার ৪৬ টাকার চেক প্রদান করা হয়।
আজ (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অফ রেমিট্যান্স শীর্ষক প্রকল্পের নলেজ শেয়ারিং সেমিনার থেকে এই চেক বিতরণ করেন
ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহা পরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়ার সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, প্রকল্প পরিচালক ইমরান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেজবাহ উস সাবেরিন, টিটিসির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার নূর অতএব আহম্মেদ,
প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জঃ 


















