
ঢাকাঃ আশুলিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও একাধিক হত্যা মামলার আসামি ভূমিদস্যু এম এ মতিনকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকা বাসি। তার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল করার অভিযোগ রয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) সকাল ১১ টায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় কাঁশফুল রেস্টুরেন্টে আশুলিয়া বাসির ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তারা জানান, ভুমিদস্যু মতিন ক্ষমতার দাপটে পতিত আওয়ামী লীগ সরকারের সময় থেকে অনেকের জমি দখল করে আসছে। তারি ধারাবাহিকতায় আশুলিয়ার বাইপাইল মৌজায় খাজনা পরিশোধ করা সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি জায়গা শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন খ্যাত জাহাঙ্গীরের সহয়তায় দখল করে রেখেছিল। এসময় বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে এলাকায় ভীতসন্ত্রস্ত করে রাখত। বর্তমানে সেই জায়গা প্রকৃত মালিকের দখলে থাকায় তিনি মরিয়া হয়ে উঠেছে উক্ত জায়গা দখল করতে। কুচক্রী মহলে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য।
গত কয়েক দিন আগে যৌথবাহিনীর অভিযানে এম এ মতিনের বাংলো বাড়িতে বিভিন্ন ধরনের অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের ফারুকসহ চার জনকে হত্যার অভিযোগ রয়েছে। অথচ এই ভূমি দস্যু মতিন ও তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরিহ মানুষদের হয়রানি করে আসছে। তার নামে একাধিক হত্যাসহ অসংখ্য মামলা থাকার পরও অদৃশ্য কারনে তাকে গ্রেফতার করছে না পুলিশ।
তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আশুলিয়া বাসি দাবি করেন, অবিলম্বে এই ভূমিদস্যু ও হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এসময় ভুক্তভোগীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho