
ঢাকাঃ আশুলিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা ডিবি (উত্তর) গোয়েন্দা পুলিশ।
রোববার সকালে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এরআগে শনিবার রাতে আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকা রকালাম হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার (২১) ও হোসেন হাওলাদারের ছেলে মোঃ কালাম হাওলাদার (৪৪)।
তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান ঢাকা জেলা ডিবি (উত্তরের) অফিসার ইনচার্জ।
নিজস্ব প্রতিবেদকঃ 


















