
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে র্যাবের পোশাক পরা দুর্বৃত্তদের বিরুদ্ধে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোবাইল টেলিকম ব্যাংকিং ব্যবসায়ী মো. সজীব হোসেন (২৭) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সজীব হোসেন উল্লেখ করেছেন, গত ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে ব্যবসার নগদ ২৫ লাখ টাকা কালো রঙের অফিস ব্যাগে নিয়ে গুলিস্তান থেকে স্বদেশ পরিবহনে করে মদনপুরে যাচ্ছিলেন। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি সাদা হাইএস মাইক্রোবাস তার বাসটির গতি থামিয়ে
এরপর মাইক্রোবাস থেকে নামা চারজনের মধ্যে দুইজনের গায়ে র্যাবের কটি এবং বাকি দুইজনের গায়ে সিভিল পোশাক ছিল। তারা অস্ত্রের মুখে সজীবকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে তার চোখে গামছা বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সজীব আরও জানান, দুর্বৃত্তরা মারধরের পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় এবং হত্যার হুমকি দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 


















