রংপুর বিভাগঃ নীলফামারীর জলঢাকায় ও গাইবান্ধার পলাশবাড়িতে পৃথক অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন এবং একটি দেশীয় ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব ১৩ ও ৩।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
সুত্র মতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারী) গোপন সংবাদে র্যাব-১৩ এর নীলফামারী সিপিসি ২ এর অভিযানিক দল রাত প্রায় পনে ১ টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার ডালিয়া সড়কের বালাগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বালাগ্রাম এলাকার তোফাজ্জল (৬০) এর মালিকাধিন একটি বাঁশ বাগান থেকে হলুদ রঙের প্লাস্টিকে মোড়ানো অবস্থায় অবৈধ একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
অপর দিকে একই দিন রাত দুইটার পর গোপন সংবাদে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার গড়েয়া ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযানে ব্যাব-৩ গাইবান্ধা ক্যাম্পের অভিযানিক দল একটি ঝোপের ভেতরে থাকা একটি দেশীয় ওয়ান শুটার গান পরিত্যাক্ত ভাবে পেয়ে উদ্ধার করতে সক্ষম হয়।
তবে অবৈধ এ সকল আগ্নে অস্ত্র কে বা কারা গোপনে লুকিয়ে রেখেছে তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পৃথক দুই ঘটনায় র্যাবের পক্ষে সংশ্লিস্ট দুই থানায় আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্ধারকৃত আগ্নেঅস্ত্র ও ম্যাগজিন হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho