পঞ্চগড়ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকের মধ্যে একটা কার্ড চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। এতোদিন স্লোগান দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এখন থেকে স্লোগান হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ।
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেন, আমি বক্তৃতা দিতে আসিনি স্বাক্ষী হতে এসেছি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গ দরিদ্র নয় বরং দরিদ্র করে রাখা হয়েছে। উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না বরং কাজ তৈরি করে দিতে চাই। নদী আল্লাহর দান। চারটা নদী শুকিয়ে গিয়েছে। এদেশের কি মা বাবা ছিল না? তাহলে নদী মরে গেল কেন বলেও প্রশ্ন করেন জামায়াত আমির।
তিনি বলেন, ওরা নির্বাচনের কোকিল। নির্বাচন আসলে ডেকে উঠে কুহু কুহু। কিন্তু আমরা আপনাদের সাথেই ছিলাম। আমরা দেশ এবং দেশের জনগণকে রেখে কোথাও চলে যাইনি। আমরা শত নির্যাতনের মধ্যেও আপনাদের সাথে ছিলাম। আগামীতেও একসাথে দেশ গড়ব ইনশাআল্লাহ।
জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গেকে নতুন করে গড়ে তুলব। চৌষট্টি জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশা আল্লাহ। আপনারা বলবেন টাকা পাব কোথায়? দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়। আমরা এই টাকা ওদের গলার মধ্যে থেকে নিয়ে আসব ইনশা আল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho