ঢাকাঃ শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক অঙ্গীকারের অংশ হিসেবে "লংকাবাংলা ফাউন্ডেশনের" উদ্যোগে উনাইল দারুল উলুম ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বাদ জোহর শুরু হওয়া এ কর্মসূচিতে গ্রামীন শীতপ্রবণ জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়, যা শীতের কষ্ট লাঘবে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোঃ আব্দুল কাদের অধ্যক্ষ; জনাব মাওলানা মোঃ নূরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অত্র মাদ্রাসা।
আরও উপস্থিত ছিলেন জনাব রবীন্দ্র সাহা,জনাব আনোয়ার হোসেন,জনাব আব্দুল বারেক সহ লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সাভার শাখার বেশ কয়েকজন সন্মানিত সদস্য।
কর্মসূচিটির বাস্তবায়ন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব কবির কুমার দত্ত,শাখা প্রধান, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সাভার শাখা।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সাভার ব্রাঞ্চের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আরও অর্থবহ ও সফল হয়ে ওঠে। তাঁদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খল ও সুচারুভাবে সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উপকারভোগীরা লংকাবাংলা ফাউন্ডেশনের এই মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উদ্যোগ স্থানীয় সমাজে মানবিক সহানুভূতি, সামাজিক দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার সাভার ব্রাঞ্চ।
উল্লেখ্য, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশন বিশ্বাস করে, সমাজের সম্মানিত ও সচেতন ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে লংকাবাংলা ফাউন্ডেশন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho