
ঢাকাঃ জাবির সিনেট হলে শেষ হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে দু'দিন ব্যাপী "নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ " কর্মশালা।
সোমবার (১৯ জানুয়ারী) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট হলে শেষ হয় দু'দিন ব্যাপী এই কর্মশালা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণাথীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান।
২দিনব্যাপী এ কর্মশালায় নির্বাচন ও নির্বাচনে সাংবাদিকদের সম্পৃক্ততার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যুগান্তরের বিশেষ প্রতিবেদক কাজী জেবেল।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউটের প্রকাশনা বিষয়ক পরিচালক সায়লা আক্তার, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার ওমর ফারুক, আশুলিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাজু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান মামুন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার-ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যমকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho