সাতক্ষীরাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু.বি.) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী দুই (০২) বছরের জন্য তাকে এ গুরুত্বপূর্ণ আবাসিক হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে উক্ত হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ জিয়া উদ্দিন। তার দায়িত্বের মেয়াদ গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে পূর্ণ হওয়ায় পরবর্তীতে ড. জনি আলমের নিয়োগ কার্যকর করা হয়।
ড. মোঃ জনি আলম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তি জিয়াদ আলী মোড়েলের সন্তান। শৈশব থেকেই মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন সফল শিক্ষাবিদ হিসেবে।
শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি জাপানে গমন করেন এবং জাপানের স্বনামধন্য কানাযাওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ড. জনি আলম বলেন,
“হল প্রভোস্টের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। এখানে শিক্ষার্থীদের জন্য কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।”
ড. জনি আলম একজন মেধাবী ও গবেষণামুখী শিক্ষাবিদ হিসেবে বিশ্ববিদ্যালয় অঙ্গনে সুপরিচিত। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি শিক্ষার্থীবান্ধব ও দায়িত্বশীল শিক্ষক হিসেবেও সুনাম অর্জন করেছেন। প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি হলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ ও মননশীল আবাসিক পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত প্রভোস্ট ড. মোঃ জনি আলমকে অভিনন্দন জানিয়ে তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho