
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাজী ইসমাইল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে এ আর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে গাজী বাবুল এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হয়েছেন। এসময় চ্যাম্পিয়নদের হাতে ২০ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার-আপ দলের হাতে ১৫ হাজার টাকারপ্রাইজ মানি তুলে দেয়া হয় ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং যুবদল নেতা গাজী স্বপন ও জুয়েল রানার যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভুইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহআলম হীরা, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামসহ প্রমূখ প্রমূখ।
উক্ত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, গাজী মাসুম, নূরে আলম শিপলু, মো: মিলন, বাদল, মিলন, আবির, সোহেল ও শাওন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho