শেরপুরঃ শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। শেরপুর-১ (সদর), শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত মোট ১৪ জন বৈধ প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির ধানের শীষ প্রতীকের ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের হাফেজ মো: রাশেদুল ইসলাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. মাহমুদুল হক মনি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা কলি প্রতীকের ইঞ্জিনিয়ার লিখন মিয়া, এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুল ইসলাম মাসুদ।
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীরা হলেন,বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. গোলাম কিবরিয়া এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র মো. আব্দুল্লাহ।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান বাদল,ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র প্রার্থী মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho