
টাঙ্গাইলঃ টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে মোহাম্মদ আলীর জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকার মধ্যে একজনের তথ্য নিয়ে অসংগতি দেখা দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শুনানি শেষে সাংবাদিকদের মোহাম্মদ আলী বলেন, আমি মোহাম্মদ আলী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পত্র দাখিল করেছি। আমার এক শতাংশ ভোটারের মধ্যে নয়জন ভোটার যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া যায়। একটি ভোটার সঠিক না পাওয়ায় আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে আমি যথাসময়ে আপিল করি। আজ বিজ্ঞ কমিশন আমার আপিল শুনানি করেছেন।
ব্যারিস্টার আশরাফ বলেন, একজন ভোটারের নম্বর ভুল থাকায় যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। অথচ বিধিমালা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাছাই করার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে ওই ভোটারকে উপস্থিত করে তার কাছে জিজ্ঞাসা করা হয়নি। তার ঠিকানা ও ফোন নম্বর দেওয়া হয়েছিল। মহামান্য নির্বাচন কমিশনে আপিল করার পর শুনানির একেবারে শুরুতেই কমিশন আমাদের আপিল মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধুপুর-ধনবাড়ী আসনে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এখন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho