০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিএনপি নেতা ডাবলু মারা গেছেন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:২২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার(মানিকগঞ্জ) :বি এনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেঝ ছেলে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
ডাবলুর চাচাতো ভাই খোন্দকার তুহিন হোসেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ডাবলু দীর্ঘ দুই বছর ধরে
ক্যান্সারসহ শারীরিক নানা সমস্যায় ভূগছিলেন। সপ্তাহখানেক ধরে তিনি রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সাতবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল এবং তা ফিরিয়ে আনতে সাত বার সিপিআর দেওয়া হয়েছিল।
আব্দুল হামিদ ডাবলু ছাত্রজীবন থেকেই তার বাবার অনুপ্রেরণায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন।
এছাড়া মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতিসহ জেলার রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর পুটাইল ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্টিত

মানিকগঞ্জে বিএনপি নেতা ডাবলু মারা গেছেন

প্রকাশের সময়ঃ ১০:২২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

স্টাফ রিপোর্টার(মানিকগঞ্জ) :বি এনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেঝ ছেলে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
ডাবলুর চাচাতো ভাই খোন্দকার তুহিন হোসেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ডাবলু দীর্ঘ দুই বছর ধরে
ক্যান্সারসহ শারীরিক নানা সমস্যায় ভূগছিলেন। সপ্তাহখানেক ধরে তিনি রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সাতবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল এবং তা ফিরিয়ে আনতে সাত বার সিপিআর দেওয়া হয়েছিল।
আব্দুল হামিদ ডাবলু ছাত্রজীবন থেকেই তার বাবার অনুপ্রেরণায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন।
এছাড়া মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতিসহ জেলার রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।