০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রের কানধরে ওঠবসের ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৭:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ পৌরসভার প্যানেল-মেয়র মো: তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করানো একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার চত্বরে প্যানেল মেয়রকে কানধরে ওঠবস করানো হয় বলে জানা যায়। বৃহস্পতিবার দিনগত রাত থেকেই ভিডিওটি ভাইরাল হয়। সেখানে দেখা যায় কয়েকজন যুবক তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করাচ্ছেন।
তসলিম হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লওখন্ডা এলাকার মোঃ লাল চাঁন মিয়ার ছেলে। সে পৌরসভার ৩নং ওয়াডের কাউন্সিলর ও প্যানেল মেয়র।
প্যানেল-মেয়র তসলিম হৃদয় বলেন, আমার সঙ্গে কারও কোন শত্রুতা নাই। তবে জনপ্রতিনিধি হওয়ার পর থেকে অনেক অসৎ লোকের দুর্নীতি বন্ধ করেছি। এই সুযোগে গতকাল বুধবার সন্ধ্যার পরে কিছু অ সৎ লোকজন তাদের লোক দিয়ে আমাকে  লাঞ্ছিত করে। তবে তাকে লাঞ্ছিত করার সময় তিনি কাওকে চিনতে পারেন  নাইবলে জানান।
নাম প্রকাশ না করার শর্তে স্থানিয়রা জানান, কয়েক বছর অগেও তসলিম হৃদয়ের তেমন কিছুই ছিলোনা। আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে তার কয়েকটা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানসহ টিনের বাড়ি এখন কয়েক তালা হয়েছে । এছাড়াও শহরে তার বহুতল বিল্ডিং রয়েছে। এখন তিনি গাড়ি নিয়ে চলাফেরা করেন। তার এত সম্পদের উৎস কোথাথেকে হয়েছে।
Tag :
About Author Information

শেরপুরে গজনী অবকাশের প্রধান গেইটে প্রবেশ মূল্য নির্ধারণ ও দোয়া অনুষ্ঠিত

মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রের কানধরে ওঠবসের ভিডিও ভাইরাল

প্রকাশের সময়ঃ ০৭:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ পৌরসভার প্যানেল-মেয়র মো: তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করানো একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার চত্বরে প্যানেল মেয়রকে কানধরে ওঠবস করানো হয় বলে জানা যায়। বৃহস্পতিবার দিনগত রাত থেকেই ভিডিওটি ভাইরাল হয়। সেখানে দেখা যায় কয়েকজন যুবক তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করাচ্ছেন।
তসলিম হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লওখন্ডা এলাকার মোঃ লাল চাঁন মিয়ার ছেলে। সে পৌরসভার ৩নং ওয়াডের কাউন্সিলর ও প্যানেল মেয়র।
প্যানেল-মেয়র তসলিম হৃদয় বলেন, আমার সঙ্গে কারও কোন শত্রুতা নাই। তবে জনপ্রতিনিধি হওয়ার পর থেকে অনেক অসৎ লোকের দুর্নীতি বন্ধ করেছি। এই সুযোগে গতকাল বুধবার সন্ধ্যার পরে কিছু অ সৎ লোকজন তাদের লোক দিয়ে আমাকে  লাঞ্ছিত করে। তবে তাকে লাঞ্ছিত করার সময় তিনি কাওকে চিনতে পারেন  নাইবলে জানান।
নাম প্রকাশ না করার শর্তে স্থানিয়রা জানান, কয়েক বছর অগেও তসলিম হৃদয়ের তেমন কিছুই ছিলোনা। আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে তার কয়েকটা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানসহ টিনের বাড়ি এখন কয়েক তালা হয়েছে । এছাড়াও শহরে তার বহুতল বিল্ডিং রয়েছে। এখন তিনি গাড়ি নিয়ে চলাফেরা করেন। তার এত সম্পদের উৎস কোথাথেকে হয়েছে।