০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননের বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৬ 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:২০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রে অতর্কিত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল বলছে, বৈরুতে তারা নির্ভূল হামলা চালিয়েছে। রয়টার্স জানিয়েছে, বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের কেন্দ্রে পার্লামেন্টের কাছে একটি ভবনকে লক্ষ্য করে বৃহস্পতিবার এই হামলা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এতে অন্তত ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়া এক ফটোতে দেখা যাচ্ছে, ব্যাপকভাবে বিধ্বস্ত একটি ভবনের প্রথম ফ্লোরে আগুন জ্বলছে। তবে এই ছবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এ সময় আরও সাত জন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যেসব সৈন্য মারা গেছে তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের। লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরায়েলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।

Tag :
About Author Information

জনপ্রিয়

কালীগঞ্জে জনগণকে সেবা দিতে অপেক্ষায় থাকেন চেয়ারম্যান ইকবাল হোসেন

লেবাননের বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৬ 

প্রকাশের সময়ঃ ১১:২০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রে অতর্কিত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল বলছে, বৈরুতে তারা নির্ভূল হামলা চালিয়েছে। রয়টার্স জানিয়েছে, বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের কেন্দ্রে পার্লামেন্টের কাছে একটি ভবনকে লক্ষ্য করে বৃহস্পতিবার এই হামলা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এতে অন্তত ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়া এক ফটোতে দেখা যাচ্ছে, ব্যাপকভাবে বিধ্বস্ত একটি ভবনের প্রথম ফ্লোরে আগুন জ্বলছে। তবে এই ছবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এ সময় আরও সাত জন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যেসব সৈন্য মারা গেছে তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের। লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরায়েলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।