০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কে আছে আর আমার ঘুরাবে আদরে তার কক্ষে- ভাসানী

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

 

অনুর্বর মরুর শুষ্ক তপ্ত গিরির নীচে
দামী রত্ন,খনিজ, সুপেয় জল কি মিছে?
সবুজ -শ্যামলিমা ফসলী প্রান্তর নীচে
কাদা, কাকর, বালি – পলি ছাড়া কী আছে?

এলোকেশী তোমার আবরিত বক্ষের কক্ষে
জলন্ত উনুনে পুড়িছ আমারে – বল কে রক্ষে?
তোমারে দেখিয়াছি-তাই উর্বশী ভাসেনা চক্ষে
কে আছে আর আমার ঘুরাবে আদরে তার কক্ষে?

তোমারে আমার করিনি, করেছি স্বাধীন সৈরাচারী
নিজে নির্যাতন করে আমারেই করেছ সেচ্ছাচারী
আমি আর হতে চাই না ঘাসের মাঠের রক্ষা কারী
এখানে শুয়োর আর শজারুর বেশি খবরদারী।

আমি আমার অতীত চাই না, ভবিষ্যতও চাইনা
এখন, এই সময়টা শুধু নগদ, কোন বকেয়া চাইনা
তোমার উর্বর বুকের ঘাস, ছাগলে করুক বিনাশ চাইনা
তোমার তাদেরকে সবইতো দিচ্ছ, আমারটুকই পাইনা।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেবহাটায় অসচ্ছল পরিবারের মাঝে ভ্যান,টিন, শিক্ষা উপকরণ ও বিনা সুদে চেক বিতরণ

কে আছে আর আমার ঘুরাবে আদরে তার কক্ষে- ভাসানী

প্রকাশের সময়ঃ ১১:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

 

অনুর্বর মরুর শুষ্ক তপ্ত গিরির নীচে
দামী রত্ন,খনিজ, সুপেয় জল কি মিছে?
সবুজ -শ্যামলিমা ফসলী প্রান্তর নীচে
কাদা, কাকর, বালি – পলি ছাড়া কী আছে?

এলোকেশী তোমার আবরিত বক্ষের কক্ষে
জলন্ত উনুনে পুড়িছ আমারে – বল কে রক্ষে?
তোমারে দেখিয়াছি-তাই উর্বশী ভাসেনা চক্ষে
কে আছে আর আমার ঘুরাবে আদরে তার কক্ষে?

তোমারে আমার করিনি, করেছি স্বাধীন সৈরাচারী
নিজে নির্যাতন করে আমারেই করেছ সেচ্ছাচারী
আমি আর হতে চাই না ঘাসের মাঠের রক্ষা কারী
এখানে শুয়োর আর শজারুর বেশি খবরদারী।

আমি আমার অতীত চাই না, ভবিষ্যতও চাইনা
এখন, এই সময়টা শুধু নগদ, কোন বকেয়া চাইনা
তোমার উর্বর বুকের ঘাস, ছাগলে করুক বিনাশ চাইনা
তোমার তাদেরকে সবইতো দিচ্ছ, আমারটুকই পাইনা।