১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন চালানোর দুইজনের জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট, দাশকান্দি, দেবীনগর ও নয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন চালানোর দায়ে ৬৫ হাজার টাকা করে দুইজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেন। এ সময় পাঁচটি দেশিয় তৈরি ড্রেজার অকেজো করে দেয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহাজাদপুর ‍উপজেলার চর চিতিল্লা গ্রামের মোজাম প্রামাণিকের ছেলে মো. জহুরুল প্রামাণিক (৩৫) ও বরিশালের মেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ষাটি এলাকার কামাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৭)
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ বলেন,‘ ওই এলাকাগুলো অভিযান চালানো হয়। অভিযানকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একেকজনকে ৬৫ হাজার টাকা করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পেয়েছেন তারা। আর ড্রেজারগুলো ঘটনাস্থলেই অকেজো দেয়া হয়েছে।’
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, বাবু-রাজ্জাক প্যানেল বিজয়ী

শিবালয়ে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন চালানোর দুইজনের জরিমানা

প্রকাশের সময়ঃ ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট, দাশকান্দি, দেবীনগর ও নয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন চালানোর দায়ে ৬৫ হাজার টাকা করে দুইজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেন। এ সময় পাঁচটি দেশিয় তৈরি ড্রেজার অকেজো করে দেয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহাজাদপুর ‍উপজেলার চর চিতিল্লা গ্রামের মোজাম প্রামাণিকের ছেলে মো. জহুরুল প্রামাণিক (৩৫) ও বরিশালের মেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ষাটি এলাকার কামাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৭)
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ বলেন,‘ ওই এলাকাগুলো অভিযান চালানো হয়। অভিযানকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একেকজনকে ৬৫ হাজার টাকা করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পেয়েছেন তারা। আর ড্রেজারগুলো ঘটনাস্থলেই অকেজো দেয়া হয়েছে।’