০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলা তেওতা গ্রামে  “তেওতা বাজার এবং রিনদ্যা নগর মাজার শরীফ নদী ভাঙ্গন থেকে বাঁচান” এই স্লোগানের মাধ্যমে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ নভেম্বেবর) সাড়ে ১১টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী তেওতা বাজারের পশ্চিম পাশে  মানববন্ধন কর্মসূচি পালন হয়। এতে শিবালয় ও তেওতা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ভাঙনে ক্ষতিগ্রস্তরা জানান, এরই মধ্যে চলতি বছর দুই গ্রামের ফসলি জমি ও বসতভিটা, ঘর-বাড়িসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এখনো হুমকির মুখে রয়েছে ইউনিয়নটির দক্ষিণ তেওতা, সমেজঘর, সাতুরিয়া, জাফরগঞ্জ গ্রামের কয়েক শ পরিবারের বসতভিটা ও ফসলি জমি। বিলীনের পথে রয়েছে এসব এলাকার একাধিক স্কুল, মসজিদ, মাদরাসাসহ নানা স্থাপনা।

চলতি বর্ষায় গত এক সপ্তাহে ভাঙনের কবলে পড়ে নতুন করে নদীতে বিলীন হয়েছে প্রায় শত  পরিবারের বসতি। এবার বাঁধ নির্মাণ না হলে আগামী বর্ষায় নদীতীরের কয়েক কিলোমিটার এলাকার হাজারো পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন থেকে বসতভিটা, ফসলি জমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা বাঁচাতে দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলার তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন নিজে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের সাথে মানববন্ধন করেছেন। তিনি দৈনিক আলোকিত কন্ঠকে জানান, আমার এলাকার মানুষদের  আপদ-বিপদে, সুখে-দুঃখে সবার পাশে থাকি। আমি ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন কে অবগত করব, যাতে দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে পারেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ঝিনাইগাতীতে এসডিএফ’র উদ্যোগে বিনামূল্যে সাবান বিতরণ

শিবালয়ে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন 

প্রকাশের সময়ঃ ০৬:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

মোঃ চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলা তেওতা গ্রামে  “তেওতা বাজার এবং রিনদ্যা নগর মাজার শরীফ নদী ভাঙ্গন থেকে বাঁচান” এই স্লোগানের মাধ্যমে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ নভেম্বেবর) সাড়ে ১১টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী তেওতা বাজারের পশ্চিম পাশে  মানববন্ধন কর্মসূচি পালন হয়। এতে শিবালয় ও তেওতা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ভাঙনে ক্ষতিগ্রস্তরা জানান, এরই মধ্যে চলতি বছর দুই গ্রামের ফসলি জমি ও বসতভিটা, ঘর-বাড়িসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এখনো হুমকির মুখে রয়েছে ইউনিয়নটির দক্ষিণ তেওতা, সমেজঘর, সাতুরিয়া, জাফরগঞ্জ গ্রামের কয়েক শ পরিবারের বসতভিটা ও ফসলি জমি। বিলীনের পথে রয়েছে এসব এলাকার একাধিক স্কুল, মসজিদ, মাদরাসাসহ নানা স্থাপনা।

চলতি বর্ষায় গত এক সপ্তাহে ভাঙনের কবলে পড়ে নতুন করে নদীতে বিলীন হয়েছে প্রায় শত  পরিবারের বসতি। এবার বাঁধ নির্মাণ না হলে আগামী বর্ষায় নদীতীরের কয়েক কিলোমিটার এলাকার হাজারো পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন থেকে বসতভিটা, ফসলি জমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা বাঁচাতে দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলার তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন নিজে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের সাথে মানববন্ধন করেছেন। তিনি দৈনিক আলোকিত কন্ঠকে জানান, আমার এলাকার মানুষদের  আপদ-বিপদে, সুখে-দুঃখে সবার পাশে থাকি। আমি ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন কে অবগত করব, যাতে দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে পারেন।