১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মরুভূমির দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, শনিবার (১৪ ডিসেম্বর) অথবা রোববার থেকে সৌদিতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর গালফ নিউজ।

এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার (১৪ ডিসেম্বর) থেকে সৌদি আরবের তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এর ফলে এসব অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে।

আগামী সোমবার ও মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও শৈত্যপ্রবাহ শুরু হবে। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এনসিএম সতর্ক করেছে, শীতল কনকনে বাতাস এবং ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় ঝড়ের আশঙ্কা রয়েছে।

এছাড়া, শৈত্যপ্রবাহ চলাকালে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সৌদি সরকারের নির্দেশনা মেনে চলতে জনগণকে আহ্বান করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শার্শায় শিয়ালের ফাঁদে কৃষকের মৃত্যু’ মামলা না করতে ভয় দেখানোর অভিযোগ!

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা

প্রকাশের সময়ঃ ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ মরুভূমির দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, শনিবার (১৪ ডিসেম্বর) অথবা রোববার থেকে সৌদিতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর গালফ নিউজ।

এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার (১৪ ডিসেম্বর) থেকে সৌদি আরবের তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এর ফলে এসব অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে।

আগামী সোমবার ও মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও শৈত্যপ্রবাহ শুরু হবে। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এনসিএম সতর্ক করেছে, শীতল কনকনে বাতাস এবং ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় ঝড়ের আশঙ্কা রয়েছে।

এছাড়া, শৈত্যপ্রবাহ চলাকালে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সৌদি সরকারের নির্দেশনা মেনে চলতে জনগণকে আহ্বান করা হয়েছে।