০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সোনার সিন্দুক নিয়ে আসছেন মৌ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নব্বইয়ের দশক থেকেই দেশের জনপ্রিয় মডেলদের একজন সাদিয়া ইসলাম মৌ। নিয়মিত স্টেজ পারফর্ম্যান্সেও দেখা যায় তাকে। তবে অভিনয়ে তাকে খুব একটা দেখা যায় না বললেই চলে। এবার নাটকে অভিনয় করলেন। নাটকটির নাম ‘সোনার সিন্দুক’। যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘সোনার সিন্দুক’ আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) হীরকজয়ন্তী (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এই জমিদার বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধু এই বংশের সৎ, চরিত্রবান, শিক্ষিত সন্তানরা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সে এই জমিদার বাড়িতেই থাকতে চায়। উইলের শর্ত মতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে, তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্য বিবাহিতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে আসলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।

আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ আরও অনেকে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা প্রেস ক্লাবে হামলা, ডিবিসি ও বেতারের সাংবাদিকসহ আহত ১০

সোনার সিন্দুক নিয়ে আসছেন মৌ

প্রকাশের সময়ঃ ০২:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ নব্বইয়ের দশক থেকেই দেশের জনপ্রিয় মডেলদের একজন সাদিয়া ইসলাম মৌ। নিয়মিত স্টেজ পারফর্ম্যান্সেও দেখা যায় তাকে। তবে অভিনয়ে তাকে খুব একটা দেখা যায় না বললেই চলে। এবার নাটকে অভিনয় করলেন। নাটকটির নাম ‘সোনার সিন্দুক’। যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘সোনার সিন্দুক’ আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) হীরকজয়ন্তী (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এই জমিদার বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধু এই বংশের সৎ, চরিত্রবান, শিক্ষিত সন্তানরা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সে এই জমিদার বাড়িতেই থাকতে চায়। উইলের শর্ত মতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে, তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্য বিবাহিতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে আসলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।

আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ আরও অনেকে।