০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধের জন্য পুতিন ও জেলেনস্কিকে ফোন করবেন ট্রাম্প

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:৩২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ইউক্রেন যুদ্ধ বন্ধে ক্ষমতায় বসার আগে থেকেই তৎপর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সে তৎপরতা যে জারি রয়েছে, তার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন দিয়ে যুদ্ধ বন্ধ করতে বলবেন ট্রাম্প।

আজ মঙ্গলবার বিবিসির টুডে অনুষ্ঠানে অংশ নেন রবার্ট উইলকি। যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ট্রাম্প ফোন করবেন বলে জানান তিনি।

উইলকি বলেন, পুতিন যদি ট্রাম্পের যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দেন, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি শক্তি ব্যবহার করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তখন ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে। আর বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে।

প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। ক্ষমতায় বসার পর এই যুদ্ধ মাত্র ২৪ ঘণ্টায় থামিয়ে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। নির্বাচনে জয়ের পর এই যুদ্ধ বন্ধে একজন প্রতিনিধিকেও নিয়োগ দিয়েছেন। এই যুদ্ধ ঘিরে ট্রাম্পের তৎপরতায় একটি শান্তি চুক্তির চেষ্টাও করা হচ্ছে। তবে যুদ্ধ বন্ধে মস্কো–কিয়েভের ঐকমত্যে সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ঝিনাইগাতীতে এসডিএফ’র উদ্যোগে বিনামূল্যে সাবান বিতরণ

যুদ্ধ বন্ধের জন্য পুতিন ও জেলেনস্কিকে ফোন করবেন ট্রাম্প

প্রকাশের সময়ঃ ১১:৩২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ইউক্রেন যুদ্ধ বন্ধে ক্ষমতায় বসার আগে থেকেই তৎপর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সে তৎপরতা যে জারি রয়েছে, তার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন দিয়ে যুদ্ধ বন্ধ করতে বলবেন ট্রাম্প।

আজ মঙ্গলবার বিবিসির টুডে অনুষ্ঠানে অংশ নেন রবার্ট উইলকি। যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ট্রাম্প ফোন করবেন বলে জানান তিনি।

উইলকি বলেন, পুতিন যদি ট্রাম্পের যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দেন, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি শক্তি ব্যবহার করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তখন ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে। আর বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে।

প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। ক্ষমতায় বসার পর এই যুদ্ধ মাত্র ২৪ ঘণ্টায় থামিয়ে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। নির্বাচনে জয়ের পর এই যুদ্ধ বন্ধে একজন প্রতিনিধিকেও নিয়োগ দিয়েছেন। এই যুদ্ধ ঘিরে ট্রাম্পের তৎপরতায় একটি শান্তি চুক্তির চেষ্টাও করা হচ্ছে। তবে যুদ্ধ বন্ধে মস্কো–কিয়েভের ঐকমত্যে সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।