০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশের মধ্যদিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে সমাবেশে করে।

সমাবেশে জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন, জ্ঞান ও মূল্যবোধের যুগপৎ চর্চার মাধ্যমে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ গড়ার অভিপ্রায় নিয়ে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হতে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২০২৪ সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আরও একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয় প্রাণের সংগঠন। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইতোমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তবে চূড়ান্ত বিজয় এখনও সূচিত হয়নি,এর জন্য পাড়ি দিতে হবে এক সুদীর্ঘ পথ।

তিনি আরো বলেন, সেই বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন। প্রয়োজন নিরবচ্ছিন্ন সংগ্রাম, অবিচল পথচলা। লক্ষ্য আমাদের একটাই—শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ । সে দেশ হবে আপনার, আমার, প্রত্যেকের। আমাদের সবার বাংলাদেশ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ সাধারণ সম্পাদক মাওলানা মো. নূরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, অফিস সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সিংগাইর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মফিজুর রহমান, শিবালয় ছাত্র শিবিরের সভাপতি জামিলুর রশিদ প্রমুখ।

Tag :
About Author Information

জনপ্রিয়

শতরূপা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে গরু উপহার পেলেন মানিকগঞ্জের দিনমজুর

মানিকগঞ্জে ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের সময়ঃ ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশের মধ্যদিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে সমাবেশে করে।

সমাবেশে জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন, জ্ঞান ও মূল্যবোধের যুগপৎ চর্চার মাধ্যমে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ গড়ার অভিপ্রায় নিয়ে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হতে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২০২৪ সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আরও একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয় প্রাণের সংগঠন। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইতোমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তবে চূড়ান্ত বিজয় এখনও সূচিত হয়নি,এর জন্য পাড়ি দিতে হবে এক সুদীর্ঘ পথ।

তিনি আরো বলেন, সেই বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন। প্রয়োজন নিরবচ্ছিন্ন সংগ্রাম, অবিচল পথচলা। লক্ষ্য আমাদের একটাই—শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ । সে দেশ হবে আপনার, আমার, প্রত্যেকের। আমাদের সবার বাংলাদেশ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ সাধারণ সম্পাদক মাওলানা মো. নূরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, অফিস সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সিংগাইর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মফিজুর রহমান, শিবালয় ছাত্র শিবিরের সভাপতি জামিলুর রশিদ প্রমুখ।