
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৬ফেব্রয়ারী) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।
এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও জেলা কমান্ডেন্ট মো. রাকিবুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর আনসার ব্যাটালিয়ন পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, নেত্রকোনা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হকসহ আরো অনেকে।
উদ্বোধন শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সমাবেশে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ৯০ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। পরে সমাবেশে আনসার ও ভিডিপির ৩০০ জন সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।