০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডেভেলপার কোম্পানির এমডিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে একটি ডেভেলপার কোম্পানির এমডি ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়েছে একটি চক্র।

এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাশেদুল ইসলাম নামের বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সাজু ডেভেলপার কোম্পানি লিমিটেডের কাছে দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান হোসেন, আনোয়ারা বেগম, আলী হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই কোম্পানির চলাচলের রাস্তা বন্ধ করে দেয় চক্রটি।

ওই কোম্পানির কেয়ারটেকার আবুল বাসারকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।

অভিযোগে আরো উল্লেখ করেন, গত বছরের ১৭ আগস্ট উল্লেখিত চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ওই চাঁদাবাদ চক্রটি।

স্থানীয় সূত্রে জানা গেছে , দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান, আনোয়ারা বেগম, আলী হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তারা।

চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বলেন, ‘আমি বিডিডিএল কোম্পানির কাছ থেকে ক্রয় করা জায়গায় ব্যবসা পরিচালনা করে আসছি। এ সব সন্ত্রাসীরা বারবার আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ওই সঙ্গবদ্ধ চক্রটি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সাজু ডেভেলপার কোম্পানীর কাছে চাদা দাবির বিষয়ে ওই কোম্পানীর প্রতিনিধি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি মোহাম্মদ শাহিনুর আলম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সাজু ডেভেলপার কোম্পানির কাছে চাঁদা দাবির বিষয়ে ওই কোম্পানির এক কর্মকর্তা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ৪ মাসে ৯ খুন ১৪ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ডেভেলপার কোম্পানির এমডিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

প্রকাশের সময়ঃ ০১:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

 

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে একটি ডেভেলপার কোম্পানির এমডি ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়েছে একটি চক্র।

এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাশেদুল ইসলাম নামের বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সাজু ডেভেলপার কোম্পানি লিমিটেডের কাছে দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান হোসেন, আনোয়ারা বেগম, আলী হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই কোম্পানির চলাচলের রাস্তা বন্ধ করে দেয় চক্রটি।

ওই কোম্পানির কেয়ারটেকার আবুল বাসারকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।

অভিযোগে আরো উল্লেখ করেন, গত বছরের ১৭ আগস্ট উল্লেখিত চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ওই চাঁদাবাদ চক্রটি।

স্থানীয় সূত্রে জানা গেছে , দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান, আনোয়ারা বেগম, আলী হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তারা।

চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বলেন, ‘আমি বিডিডিএল কোম্পানির কাছ থেকে ক্রয় করা জায়গায় ব্যবসা পরিচালনা করে আসছি। এ সব সন্ত্রাসীরা বারবার আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ওই সঙ্গবদ্ধ চক্রটি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সাজু ডেভেলপার কোম্পানীর কাছে চাদা দাবির বিষয়ে ওই কোম্পানীর প্রতিনিধি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি মোহাম্মদ শাহিনুর আলম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সাজু ডেভেলপার কোম্পানির কাছে চাঁদা দাবির বিষয়ে ওই কোম্পানির এক কর্মকর্তা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।