
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার জামগড়ায় সড়ক দখল করে যুবলীগ নেতার ছোট ভাই ও বিএনপি নেতার ছেলের চাঁদা আদায়েরর ভিডিও সংগ্রহকালে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় সাংবাদিক আহত। এসময় সাংবাদিকের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।
বুধবার (১ঌই মার্চ) রাত ৮ টার দিকে আশুলিয়ার জামগড়া মিজান পাম্পের সামনে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়া জামগড়া এলাকায় সড়কের বেশ কিছু স্থান দখল করে দোকান তৈরি করেন। তার নির্দেশ ভাড়া তুলেন স্থানীয় বিএনপি নেতার ছেলে রিফাত ভূইয়া ও ইয়ারপুর যুবলীগর সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূইয়ার ছোট ভাই খোকা ভূইয়া। শুধু তাই নয় জামগড়া থেকে ছয়তলা পর্যন্ত সড়ক দখল করে দোকান থেকে চাঁদা আদায় করেন তারা। আজকেও চাঁদা তুলতে গেলে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যায়। এসময় সাংবাদিকের উপর হামলা চালায়।
হামলার প্রত্যক্ষদর্শী জানায়, সড়কে যানজট থাকায় পুলিশ নিরসনের কাজ করছিল। এসময় পাশেই চাঁদা তুলছিলেন রিফাত ও খোকা ভূইয়ার লোকজন। সেসময় চাঁদা আদায়েরর ভিডিও সংগ্রহ করছিলেন কয়েকজন সাংবাদিক। এসময় পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়ার নির্দেশে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী রাম দা চাপাতি ও দেশীয় অস্ত্রসহ সাংবাদিকের উপর হামলা চালায়। দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে আহত করে। সাংবাদিক সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত সাংবাদিক দৈনিক মুক্ত খবর পত্রিকার স্ট্যাফ রিপোর্টার হিসেবে সাভার আশুলিয়া কাজ করেন।
ঘটনাস্থলে পাশে থাকা অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিক সুজন মিয়া বলেন, আমরা সন্ধ্যায় যানজটের তথ্য সংগ্রহ করতে যাই। এসময় স্থানীয়দের অভিযোগ আসে ওই এলাকায় বিএনপি ও যুবলীগের নাম দিয়ে প্রায় ৫ শত দোকান থেকে জোর করে দৈনিক ও মাসিক চাঁদা আদায় করা হয়। এমন তথ্যের সতত্যা যাচাই করতে যাই। এসময় আশুলিয়া থানা পুলিশের একটি দল যানজট নিরসনের কাজ করছিলেন। পরে তারা সরে গেলেই পুলিশের অনুপস্থিতে তাদের লোকজন চাঁদা তুলতে আসে। এসময় ভিডিও সংগ্রহ করছিলেন সাংবাদিক সেলিম হোসেন। কোন কিছু বুঝে উঠার আগেই দাড়ালো অস্ত্র, রাম ধা, চাপাতি দিয়ে অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এই চাঁদা আদায়ের সাথে জড়িত পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়া জামগড়া এলাকায় সড়কের বেশ কিছু স্থান দখল করে দোকান তৈরি করেন। তার নির্দেশ ভাড়া তুলেন স্থানীয় বিএনপি নেতার ছেলে রিফাত ভূইয়া ও ইয়ারপুর যুবলীগর সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূইয়ার ছোট ভাই খোকা ভূইয়া।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনার পর পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, ওই এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবসময় পুলিশ টহলে থাকে। টহল টীম সরে গেলেই দুর্বৃত্তরা বিভিন্ন অপকর্ম করে।