১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় আলোচিত মোমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

রাউফুর রহমান পরাগঃ আশুলিয়ায় মাদক নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. রুবেল মুন্সীকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।

গ্রেপ্তার মো. রুবেল মুন্সী (৩২) ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার মো. জুলমত মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ঘটনায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে, গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার ওয়ালিয়ুর রহমানের ছেলে রিয়াদ মোল্লা (৪৮), আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার হারুনের ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), দক্ষিণ গাজীরচট এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮), একই এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে রমজান (২৬), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর অপরাধী রয়েছে।

নিহত মোমেনুল ইসলাম মোমিন (৩২) নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতো বলে জানা যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে ঝামেলা চলছিলো। রুবেল বিভিন্ন সময় মোমিনকে তার মাধ্যমে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু মোমিন রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে বিভিন্ন সময়ে সাত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের ঘিওর থানাধীন ফুলহারা বাজার এলাকায় র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি রুবেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (শনিবার) সকালে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফুটবল বিতরণ অনুষ্ঠান

আশুলিয়ায় আলোচিত মোমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

 

রাউফুর রহমান পরাগঃ আশুলিয়ায় মাদক নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. রুবেল মুন্সীকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।

গ্রেপ্তার মো. রুবেল মুন্সী (৩২) ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার মো. জুলমত মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ঘটনায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে, গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার ওয়ালিয়ুর রহমানের ছেলে রিয়াদ মোল্লা (৪৮), আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার হারুনের ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), দক্ষিণ গাজীরচট এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮), একই এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে রমজান (২৬), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর অপরাধী রয়েছে।

নিহত মোমেনুল ইসলাম মোমিন (৩২) নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতো বলে জানা যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে ঝামেলা চলছিলো। রুবেল বিভিন্ন সময় মোমিনকে তার মাধ্যমে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু মোমিন রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে বিভিন্ন সময়ে সাত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের ঘিওর থানাধীন ফুলহারা বাজার এলাকায় র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি রুবেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (শনিবার) সকালে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।