০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ওলামালীগের মানিকগঞ্জের সভাপতি বশির রেজার কোটি টাকার অবৈধ সম্পত্তি

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ বশির রেজা, ওলামালীগ মানিকগঞ্জের সভাপতি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের ঘনিষ্ঠ বশির রেজা নাকি শত কোটি টাকার মালিক। কেউ আবার বলেন হাজার কোটি টাকার মালিক।

সাধারণ থেকে কিভাবে একজন মানুষ এতো অসাধারণ হয়? কিভাবে এতো টাকার মালিক হয় বলতে পারেন?

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বশির রেজা মানিকগঞ্জের “পটোল বিলে” আয়োজিত “ইজতেমা” আয়োজন কমিটির মহাসচিব হন। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

মানিকগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হয়ে প্রতিটি ভাটা থেকে বছর এক থেকে দেড় লাখ টাকা করে চাঁদা নিতেন। চাঁদা আদায়ের এরকম অসংখ্য খাত ছিল তার।

একজন বশির রেজা যদি এতো টাকার মালিক হন, তাহলে অন্যদের অবস্থা কী, তা ভাবলেই অবাক লাগে।

কিন্তু দেখেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আছে, যাদের সংসার চালানো কষ্ট। অথচ বশির রেজারা ফুলে ফেঁপে উঠছিল।

বশির রেজাকে পুলিশ গ্রেফতার করেছে। এখন রাষ্ট্রের উচিত তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়া।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেবহাটায় অসচ্ছল পরিবারের মাঝে ভ্যান,টিন, শিক্ষা উপকরণ ও বিনা সুদে চেক বিতরণ

ওলামালীগের মানিকগঞ্জের সভাপতি বশির রেজার কোটি টাকার অবৈধ সম্পত্তি

প্রকাশের সময়ঃ ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ বশির রেজা, ওলামালীগ মানিকগঞ্জের সভাপতি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের ঘনিষ্ঠ বশির রেজা নাকি শত কোটি টাকার মালিক। কেউ আবার বলেন হাজার কোটি টাকার মালিক।

সাধারণ থেকে কিভাবে একজন মানুষ এতো অসাধারণ হয়? কিভাবে এতো টাকার মালিক হয় বলতে পারেন?

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বশির রেজা মানিকগঞ্জের “পটোল বিলে” আয়োজিত “ইজতেমা” আয়োজন কমিটির মহাসচিব হন। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

মানিকগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হয়ে প্রতিটি ভাটা থেকে বছর এক থেকে দেড় লাখ টাকা করে চাঁদা নিতেন। চাঁদা আদায়ের এরকম অসংখ্য খাত ছিল তার।

একজন বশির রেজা যদি এতো টাকার মালিক হন, তাহলে অন্যদের অবস্থা কী, তা ভাবলেই অবাক লাগে।

কিন্তু দেখেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আছে, যাদের সংসার চালানো কষ্ট। অথচ বশির রেজারা ফুলে ফেঁপে উঠছিল।

বশির রেজাকে পুলিশ গ্রেফতার করেছে। এখন রাষ্ট্রের উচিত তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়া।