০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘হিজাব মোড়ানো’ আইফেল টাওয়ার, পেছনের রহস্য 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ ইসলামি পোশাকের ব্র্যান্ড মেরাচির একটি বিজ্ঞাপন নিয়ে ফ্রান্সে চলছে তুমুল বিতর্ক। স্যোশাল মিডিয়ায় প্রচার করা এ বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। আর ক্যাপশনে লেখা রয়েছে—‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’

মঙ্গলবার (২৫ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, ফ্রান্সে সরকারি স্কুল ও অফিসে হিজাব নিষিদ্ধ থাকায় এই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফরাসি জাতীয় টেলিভিশন ও রেডিওতে বিশ্লেষকরা এর কঠোর সমালোচনা করেছেন।

তাদের মতে, এটি সরকারবিরোধী স্লোগানকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার একটি কৌশল।

বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ না থাকলেও, এটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির নেতারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট স্যোশাল মিডিয়ায় লিখেছেন, ‘এটি আইফেল টাওয়ারের জন্য অবমাননাকর।’

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ব্র্যান্ড মেরাচি মূলত অনলাইনে ফ্রান্সে ব্যবসা পরিচালনা করে।

সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে প্রতিষ্ঠানটি একটি অস্থায়ী দোকানও চালু করেছে। তবে প্রতিষ্ঠানের ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনো এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘হিজাব মোড়ানো’ আইফেল টাওয়ার, পেছনের রহস্য 

প্রকাশের সময়ঃ ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

আলোকিত কন্ঠ ডেস্কঃ ইসলামি পোশাকের ব্র্যান্ড মেরাচির একটি বিজ্ঞাপন নিয়ে ফ্রান্সে চলছে তুমুল বিতর্ক। স্যোশাল মিডিয়ায় প্রচার করা এ বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। আর ক্যাপশনে লেখা রয়েছে—‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’

মঙ্গলবার (২৫ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, ফ্রান্সে সরকারি স্কুল ও অফিসে হিজাব নিষিদ্ধ থাকায় এই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফরাসি জাতীয় টেলিভিশন ও রেডিওতে বিশ্লেষকরা এর কঠোর সমালোচনা করেছেন।

তাদের মতে, এটি সরকারবিরোধী স্লোগানকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার একটি কৌশল।

বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ না থাকলেও, এটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির নেতারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট স্যোশাল মিডিয়ায় লিখেছেন, ‘এটি আইফেল টাওয়ারের জন্য অবমাননাকর।’

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ব্র্যান্ড মেরাচি মূলত অনলাইনে ফ্রান্সে ব্যবসা পরিচালনা করে।

সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে প্রতিষ্ঠানটি একটি অস্থায়ী দোকানও চালু করেছে। তবে প্রতিষ্ঠানের ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনো এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।