০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ক্লাবের “Speak to Lead” প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: মোঃ রাসেল খানঃ মহান স্বাধীনতা দিবসের মর্যাদায় আয়োজিত “Speak to Lead” ইভেন্টে শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে থেকে অনলাইনে ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। প্রতিটি প্রতিযোগী ১.৫৪ সেকেন্ডের ভিডিওতে তাদের অসাধারণ উপস্থাপনা, যুক্তি ও আত্মবিশ্বাস প্রদর্শন করেন, যা ইভেন্টটিকে এক নতুন মাত্রা এনে দেয়। অনলাইনে দর্শকদের ভোটের ভিত্তিতে ৩ জনকে চ্যাম্পিয়নস এবং ৭ জনসহ মোট ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়নদের তালিকা:

প্রথম স্থান: মেহবুবা মৌলা – ফিন্যান্স বিভাগ, ১৮তম আবর্তন

দ্বিতীয় স্থান: মো. মশিউর রহমন – ফিন্যান্স বিভাগ, ১৭তম আবর্তন

তৃতীয় স্থান: সাবিহা তাবাস্সুম – ফিন্যান্স বিভাগ, ১৫তম আবর্তন

৪র্থ থেকে ১০ম স্থানের বিজয়ী:

৪র্থ স্থান: আবরার হক (ফিন্যান্স – ১৯)
৫ম স্থান: কাজী ফয়সাল (ফিন্যান্স – ১৯)
৬ষ্ঠ স্থান: ইতু মনি (আই.ই.আর. – ১৯)
৭ম স্থান: আম্রিতা আপু (জিইবি – ১৮)
৮ম স্থান: শামসুর নাহার রিয়া (মার্কেটিং – ১৮)
৯ম স্থান: পার্থ সাহা (ফিন্যান্স – ১৬)
১০ম স্থান: মোঃ আসাদুজ্জামান সিয়াম (মার্কেটিং – ১৯)

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই ইভেন্টে প্রতিটি ডিপার্টমেন্টের অংশগ্রহণকারীদের প্রতি সভাপতি এবং সেক্রেটারি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার যারা করেছেন, তাদেরকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ইভেন্টের আয়োজনের ক্ষেত্রে কমিটির সকল সদস্য, বিচারকবৃন্দ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা একসাথে মিলেই একটি সফল ইন্টার-ইউনিভার্সিটি ইভেন্ট সম্পন্ন করতে সহায়তা করেছেন – এবং তা ক্লাবের কমিটি ঘোষণার এক মাসের আগেই।

JnU Finance Club শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও বেশি কার্যকর ও সৃজনশীল ইভেন্ট আয়োজন করবে বলে আশাবাদ প্রকাশ করছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ক্লাবের “Speak to Lead” প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা

প্রকাশের সময়ঃ ০৪:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

জবি প্রতিনিধি: মোঃ রাসেল খানঃ মহান স্বাধীনতা দিবসের মর্যাদায় আয়োজিত “Speak to Lead” ইভেন্টে শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে থেকে অনলাইনে ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। প্রতিটি প্রতিযোগী ১.৫৪ সেকেন্ডের ভিডিওতে তাদের অসাধারণ উপস্থাপনা, যুক্তি ও আত্মবিশ্বাস প্রদর্শন করেন, যা ইভেন্টটিকে এক নতুন মাত্রা এনে দেয়। অনলাইনে দর্শকদের ভোটের ভিত্তিতে ৩ জনকে চ্যাম্পিয়নস এবং ৭ জনসহ মোট ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়নদের তালিকা:

প্রথম স্থান: মেহবুবা মৌলা – ফিন্যান্স বিভাগ, ১৮তম আবর্তন

দ্বিতীয় স্থান: মো. মশিউর রহমন – ফিন্যান্স বিভাগ, ১৭তম আবর্তন

তৃতীয় স্থান: সাবিহা তাবাস্সুম – ফিন্যান্স বিভাগ, ১৫তম আবর্তন

৪র্থ থেকে ১০ম স্থানের বিজয়ী:

৪র্থ স্থান: আবরার হক (ফিন্যান্স – ১৯)
৫ম স্থান: কাজী ফয়সাল (ফিন্যান্স – ১৯)
৬ষ্ঠ স্থান: ইতু মনি (আই.ই.আর. – ১৯)
৭ম স্থান: আম্রিতা আপু (জিইবি – ১৮)
৮ম স্থান: শামসুর নাহার রিয়া (মার্কেটিং – ১৮)
৯ম স্থান: পার্থ সাহা (ফিন্যান্স – ১৬)
১০ম স্থান: মোঃ আসাদুজ্জামান সিয়াম (মার্কেটিং – ১৯)

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই ইভেন্টে প্রতিটি ডিপার্টমেন্টের অংশগ্রহণকারীদের প্রতি সভাপতি এবং সেক্রেটারি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার যারা করেছেন, তাদেরকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ইভেন্টের আয়োজনের ক্ষেত্রে কমিটির সকল সদস্য, বিচারকবৃন্দ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা একসাথে মিলেই একটি সফল ইন্টার-ইউনিভার্সিটি ইভেন্ট সম্পন্ন করতে সহায়তা করেছেন – এবং তা ক্লাবের কমিটি ঘোষণার এক মাসের আগেই।

JnU Finance Club শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও বেশি কার্যকর ও সৃজনশীল ইভেন্ট আয়োজন করবে বলে আশাবাদ প্রকাশ করছে।