১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, পলাতক আসামিকে পুলিশে দিল জনত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: রংপুরের পীরগাছায় ৯ বছরের প্রতিবন্ধী এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাহবুবার রহমান (৫০) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এর আগে, গত ২৬ মার্চ বেলা ১১টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় পীরগাছা থানায় ভুক্তভোগীর পরিবার থেকে মামলা করা হয়। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।

আসামি মাহবুবার রহমান এক সময় বিভিন্ন কোচিং সেন্টার, কিন্ডারগার্ডেন স্কুলে শিক্ষকতা করতেন। তিনি একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তার বিরুদ্ধে এ রকম বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী শিশুটির মা আলোকিত কন্ঠকে জানান, তার মেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারে না। অনেকটা মানসিক প্রতিবন্ধী। মাহবুবার রহমান জমির আবাদ দেখাশোনার সুবাদে প্রতিনিয়ত শিশুটির বাড়ির পাশে আসা-যাওয়া করেন। গত ২৬ মার্চ সকালে তিনি তার মেয়েকে বাসায় রেখে কাপড় ধুতে পার্শ্ববর্তী পুকুরে যান। হঠাৎ মেয়ের চিৎকারে বাড়িতে ছুটে গিয়ে দেখেন তার মেয়েকে মাহবুবার রহমান ধর্ষণের চেষ্টা করছেন। ঘটনা দেখে তিনি চিৎকার দিয়ে মানুষজনকে ডাকলে মাহবুবার ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তিনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নূরে আলম সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ডুয়েটে ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, হল থেকে বহিস্কার 

রংপুরে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, পলাতক আসামিকে পুলিশে দিল জনত

প্রকাশের সময়ঃ ০৬:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: রংপুরের পীরগাছায় ৯ বছরের প্রতিবন্ধী এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাহবুবার রহমান (৫০) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এর আগে, গত ২৬ মার্চ বেলা ১১টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় পীরগাছা থানায় ভুক্তভোগীর পরিবার থেকে মামলা করা হয়। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।

আসামি মাহবুবার রহমান এক সময় বিভিন্ন কোচিং সেন্টার, কিন্ডারগার্ডেন স্কুলে শিক্ষকতা করতেন। তিনি একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তার বিরুদ্ধে এ রকম বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী শিশুটির মা আলোকিত কন্ঠকে জানান, তার মেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারে না। অনেকটা মানসিক প্রতিবন্ধী। মাহবুবার রহমান জমির আবাদ দেখাশোনার সুবাদে প্রতিনিয়ত শিশুটির বাড়ির পাশে আসা-যাওয়া করেন। গত ২৬ মার্চ সকালে তিনি তার মেয়েকে বাসায় রেখে কাপড় ধুতে পার্শ্ববর্তী পুকুরে যান। হঠাৎ মেয়ের চিৎকারে বাড়িতে ছুটে গিয়ে দেখেন তার মেয়েকে মাহবুবার রহমান ধর্ষণের চেষ্টা করছেন। ঘটনা দেখে তিনি চিৎকার দিয়ে মানুষজনকে ডাকলে মাহবুবার ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তিনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নূরে আলম সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।