০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ধাক্কায় নিহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার সোনামুখি বাজারে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুল এলাকার মৃত মহসিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে নিজের ধানের জমিতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের সোনামুখি বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া বলেন, নাবিল পরিবহনের কোনো একটি বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে নিহতের পরিবার স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছেন। পরে আমাকে জানানো হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা এখনও বাসটি শনাক্ত করতে পারিনি। নিহতের সুরতহাল করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বসুন্ধরা শুভসংঘের শেরপুর জেলা কমিটি গঠন : সভাপতি মিনহাজ, সম্পাদক শামীম

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ধাক্কায় নিহত ১

প্রকাশের সময়ঃ ০৬:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

 

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার সোনামুখি বাজারে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুল এলাকার মৃত মহসিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে নিজের ধানের জমিতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের সোনামুখি বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া বলেন, নাবিল পরিবহনের কোনো একটি বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে নিহতের পরিবার স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছেন। পরে আমাকে জানানো হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা এখনও বাসটি শনাক্ত করতে পারিনি। নিহতের সুরতহাল করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।