০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের ট্রাক্টর চালক হৃদয় যেন ইংলিশ ম্যান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: ইংরেজিতে কথা বলে নিজ এলাকাসহ এবং নেট দুনিয়ায় রীতিমতো ব্যাপক সাড়া ফেলেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ট্রাক্টরচালক হৃদয় চন্দ্র রায় (২৪) নামের এক যুবক।

তিনি তার নিজ চেষ্টায় ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলেন এবং একের পর এক ভিডিও কনটেন্ট তৈরি করে তিনি বর্তমানে ইংলিশ ম্যান নামে পরিচিতি লাভ করেছেন।

তার বাড়ি জেলার বোচাগঞ্জ উপজেলার হারিশ্চন্দ্র পুর গ্রামে সে ওই গ্রামের সুধীর চন্দ্র রায় ও রাধা রানী রায় দম্পত্তির ছেলে ।

হৃদয় ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি দারুণ আগ্রহ থাকলেও নামি-দামি কোনো স্কুল বা কলেজে পড়ালেখার সুযোগ হয়নি তার। ২০২০ সালে সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করার পর অর্থাভাবে তার পড়ালেখাও বন্ধ হয়ে যায়। এরপর পরিবারের সচ্ছলতা আনতে কয়েকজন শ্রমিক সঙ্গে নিয়ে শুরু করেন ট্রাক্টর চালানোর কাজ।

হৃদয় জানান, কাজের ফাঁকে আমি একদিন ফেসবুকে একজন মেয়ের ইংরেজিতে কথা বলার ভিডিও কনটেন্ট দেখি। এতে আমি ইংরেজিতে কথা বলার জন্য আরও আগ্রহী হয়ে উঠি। এর পরেই শুরু ইংরেজি ভাষায় কথা বলার চর্চা। যেখানেই যাই সেখানেই সবার সঙ্গে ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করি। এক সময় ভাষাটি আমার রপ্ত হয়ে গেলে ২০২৫ সালের শুরুর থেকে আমি ইংরেজি ভাষায় কনটেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড দিয়ে ভালো সাড়া পাই। বর্তমানে আমি ৭০ জনকে অনলাইনে ইংরেজি ক্লাশ করাচ্ছি।ফেসবুক আর ইউটিউবের কল্যাণে আমি আন্তর্জাতিক প্লাটফরমে কাজ করার সুযোগ পেয়েছি। সবাই এখন আমাকে ইংলিশম্যান হিসেবে ডাকে। আমি সহযোগিতা পেলে আরও

ভালো কিছু করতে পারবো।

এ বিষয়ে সেতাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক নিজামুল হক সিপন জানান, হৃদয় সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার ইংরেজির প্রতি অনেক আগ্রহ রয়েছে। কিছু দিন ধরে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হৃদয়ের ইংরেজি কনটেন্ট দেখেছি। তার এই জ্ঞানের চর্চা দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি হৃদয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

Tag :
About Author Information

জনপ্রিয়

দিনাজপুরের ট্রাক্টর চালক হৃদয় যেন ইংলিশ ম্যান

প্রকাশের সময়ঃ ০৫:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

 

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: ইংরেজিতে কথা বলে নিজ এলাকাসহ এবং নেট দুনিয়ায় রীতিমতো ব্যাপক সাড়া ফেলেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ট্রাক্টরচালক হৃদয় চন্দ্র রায় (২৪) নামের এক যুবক।

তিনি তার নিজ চেষ্টায় ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলেন এবং একের পর এক ভিডিও কনটেন্ট তৈরি করে তিনি বর্তমানে ইংলিশ ম্যান নামে পরিচিতি লাভ করেছেন।

তার বাড়ি জেলার বোচাগঞ্জ উপজেলার হারিশ্চন্দ্র পুর গ্রামে সে ওই গ্রামের সুধীর চন্দ্র রায় ও রাধা রানী রায় দম্পত্তির ছেলে ।

হৃদয় ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি দারুণ আগ্রহ থাকলেও নামি-দামি কোনো স্কুল বা কলেজে পড়ালেখার সুযোগ হয়নি তার। ২০২০ সালে সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করার পর অর্থাভাবে তার পড়ালেখাও বন্ধ হয়ে যায়। এরপর পরিবারের সচ্ছলতা আনতে কয়েকজন শ্রমিক সঙ্গে নিয়ে শুরু করেন ট্রাক্টর চালানোর কাজ।

হৃদয় জানান, কাজের ফাঁকে আমি একদিন ফেসবুকে একজন মেয়ের ইংরেজিতে কথা বলার ভিডিও কনটেন্ট দেখি। এতে আমি ইংরেজিতে কথা বলার জন্য আরও আগ্রহী হয়ে উঠি। এর পরেই শুরু ইংরেজি ভাষায় কথা বলার চর্চা। যেখানেই যাই সেখানেই সবার সঙ্গে ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করি। এক সময় ভাষাটি আমার রপ্ত হয়ে গেলে ২০২৫ সালের শুরুর থেকে আমি ইংরেজি ভাষায় কনটেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড দিয়ে ভালো সাড়া পাই। বর্তমানে আমি ৭০ জনকে অনলাইনে ইংরেজি ক্লাশ করাচ্ছি।ফেসবুক আর ইউটিউবের কল্যাণে আমি আন্তর্জাতিক প্লাটফরমে কাজ করার সুযোগ পেয়েছি। সবাই এখন আমাকে ইংলিশম্যান হিসেবে ডাকে। আমি সহযোগিতা পেলে আরও

ভালো কিছু করতে পারবো।

এ বিষয়ে সেতাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক নিজামুল হক সিপন জানান, হৃদয় সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার ইংরেজির প্রতি অনেক আগ্রহ রয়েছে। কিছু দিন ধরে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হৃদয়ের ইংরেজি কনটেন্ট দেখেছি। তার এই জ্ঞানের চর্চা দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি হৃদয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।