০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ৩ ছিনতাইকারী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

রাউফুর রহমান পরাগঃ মৌমিতা পরিবহনের একটি চলন্ত বাসে তল্লাশী চালিয়ে সুইচগিয়ার চাকুসহ তিন ছিনতাইকরিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৌলাইল এলাকার মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তানিম (১৮), সাভারের আনন্দপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্য তানভীর হোসেন তানিমের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসাবে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, চলমান চেকপোস্টের অংশ হিসাবে মহাসড়কে তল্লাশির সময় তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, বাবু-রাজ্জাক প্যানেল বিজয়ী

সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ৩ ছিনতাইকারী আটক

প্রকাশের সময়ঃ ১০:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

 

রাউফুর রহমান পরাগঃ মৌমিতা পরিবহনের একটি চলন্ত বাসে তল্লাশী চালিয়ে সুইচগিয়ার চাকুসহ তিন ছিনতাইকরিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৌলাইল এলাকার মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তানিম (১৮), সাভারের আনন্দপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্য তানভীর হোসেন তানিমের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসাবে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, চলমান চেকপোস্টের অংশ হিসাবে মহাসড়কে তল্লাশির সময় তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।