
আলোকিত কন্ঠ ডেস্কঃ যে মিরাজ জিম্বাবুয়ের জয়কে কঠিন করে তুলেছিলেন, সেই মিরাজের বলে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে জিম্বাবুয়েকে জয়ের ঘরে নিয়ে গেলেন মাধেভেরে। দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানের লক্ষ্য দলটি ছুঁয়েছে ৭ উইকেট হারিয়ে।
জিম্বাবুয়ের টেস্ট জয়-এমন কিছু ঘটল ৪ বছর পর। সর্বশেষ ২০২১ সালের মার্চে আবুধাবিতে আফগানিস্তানকে হারিয়েছিল জিম্বাবুয়ে।
এরপর গত চার বছরে ১০ ম্যাচ খেলে আটটিতে হেরেছে আফ্রিকান দলটি, ড্র করে দুটিতে। এর আগে টেস্টে কখনোই ১৬২ রানের বেশি তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্টে জিততে হলে সফরকারীদের রেকর্ড গড়তে হতো। সেটাই করল উইলিয়ামসের দল। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে ৭ বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ১৯১ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক সৌরভ। ৪০ রান করেন অধিনায়ক শান্ত।
জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ৫৯ রান করেন সেন উইলিয়ামস। আর ৫৭ রান করে ওপেনার ব্রাইন বেনেট। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।
৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক শান্ত। ৫৮ রান করেন জাকের আলি। আর ৪৭ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী জিম্বাবুয়ে।