০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীর সীমান্তে দুপক্ষের মধ্যে ফের গোলাগুলি

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের বিরুদ্ধে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী ‘অযৌক্তিকভাবে’ গুলি ছোড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

এই নিয়ে টানা দ্বিতীয় রাত পাকিস্তান এমন উসকানিমূলক আচরণ করল বলে অভিযোগ করছে দিল্লি। ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে।

এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে পাঁচ সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’। হামলার পেছনে ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের হাত ছিল বলেও দাবি ভারতীয় গোয়েন্দাদের।

এর জবাবে ভারত সরকার কড়া অবস্থান নিয়েছে। যার মধ্যে সিন্ধু পানিচুক্তি বাতিল, এমনকি পাকিস্তানে এক ফোঁটাও জল পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা পরিষেবা বন্ধ ও দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ‘সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল’ করেছে, যার মধ্যে রয়েছে সিমলা চুক্তি। বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানো অনুষ্ঠানও।

Tag :
About Author Information

জনপ্রিয়

ঝিনাইগাতীতে ২২৯২ হতদরিদ্র পরিবার পেলো ভিডব্লিবি’র চাল

কাশ্মীর সীমান্তে দুপক্ষের মধ্যে ফের গোলাগুলি

প্রকাশের সময়ঃ ১২:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আলোকিত কন্ঠ ডেস্কঃ নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের বিরুদ্ধে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী ‘অযৌক্তিকভাবে’ গুলি ছোড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

এই নিয়ে টানা দ্বিতীয় রাত পাকিস্তান এমন উসকানিমূলক আচরণ করল বলে অভিযোগ করছে দিল্লি। ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে।

এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে পাঁচ সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’। হামলার পেছনে ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের হাত ছিল বলেও দাবি ভারতীয় গোয়েন্দাদের।

এর জবাবে ভারত সরকার কড়া অবস্থান নিয়েছে। যার মধ্যে সিন্ধু পানিচুক্তি বাতিল, এমনকি পাকিস্তানে এক ফোঁটাও জল পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা পরিষেবা বন্ধ ও দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ‘সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল’ করেছে, যার মধ্যে রয়েছে সিমলা চুক্তি। বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানো অনুষ্ঠানও।