১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগকে সংবর্ধনা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খান: আজ ৩ মে ২০২৫ (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪ সালের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইসলামিক স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় আজ এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের কৃতী খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কেবল ক্রীড়াক্ষেত্রে নয়, সব ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও এগিয়ে রয়েছে। তাদের নৈতিকতা ও দায়িত্ববোধ প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “সমাজে ধর্ম বিষয়ক বিভ্রান্তি দূর করতে এই বিভাগের শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সচেতনতা তৈরি করে। এভাবে তারা সমাজে গঠনমূলক ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, “খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক। বিশ্ববিদ্যালয় সীমিত সম্পদের মধ্যেও ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে।”

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “আমাদের শিক্ষার্থীরা ক্রীড়া, বিতর্ক, ইনডোর গেমসসহ নানামুখী প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে। এছাড়াও তারা সামাজিক সচেতনতা সৃষ্টিতেও অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরির পাশাপাশি বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তব্য রাখেন ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান ও ইনডোর গেমস চ্যাম্পিয়ন তামান্না সুলতানা। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।

চ্যাম্পিয়ন দলের সদস্য ও ইনডোর গেমস বিজয়ী শিক্ষার্থীকে ব্লেজার পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগকে সংবর্ধনা

প্রকাশের সময়ঃ ০৫:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খান: আজ ৩ মে ২০২৫ (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪ সালের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইসলামিক স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় আজ এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের কৃতী খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কেবল ক্রীড়াক্ষেত্রে নয়, সব ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও এগিয়ে রয়েছে। তাদের নৈতিকতা ও দায়িত্ববোধ প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “সমাজে ধর্ম বিষয়ক বিভ্রান্তি দূর করতে এই বিভাগের শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সচেতনতা তৈরি করে। এভাবে তারা সমাজে গঠনমূলক ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, “খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক। বিশ্ববিদ্যালয় সীমিত সম্পদের মধ্যেও ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে।”

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “আমাদের শিক্ষার্থীরা ক্রীড়া, বিতর্ক, ইনডোর গেমসসহ নানামুখী প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে। এছাড়াও তারা সামাজিক সচেতনতা সৃষ্টিতেও অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরির পাশাপাশি বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তব্য রাখেন ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান ও ইনডোর গেমস চ্যাম্পিয়ন তামান্না সুলতানা। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।

চ্যাম্পিয়ন দলের সদস্য ও ইনডোর গেমস বিজয়ী শিক্ষার্থীকে ব্লেজার পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।